সরকারি দপ্তরসমূহে ইন্টিগ্রেটেড বাজেট এন্ড একাউন্টিং সিস্টেম বা আইবাস++ (iBAS (Integrated Budget and Accounting System) চালু হওয়ায় বিভিন্ন বিলের ফরম নতুন হয়েছে। এই বিল ফরমগুলো প্রত্যেকটি সরকারি অফিসগুলোতে প্রতিনিয়ত ব্যবহার করা হয়। বিভিন্ন সময় এই ফরমগুলো প্রয়োজন হয়। এই ফরমগুলো অনেকের কাজে আসতে পারে। ধন্যবাদ সবাইকে।
টি.আর. ফরম নং ২১ (ক্রয় , সরবরাহ ও সেবা বাবদ ব্যয়ের বিল) নতুন ফরম
টি.আর. ফরম নং ১৩ (গেজেটেড সরকারি কর্মকর্তার বেতন বিল) নতুন ফরম
টি.আর. ফরম নং ১৪ (ভ্রমণ ব্যয় বিল গেজেটেড সরকারি কর্মকর্তা) নতুন ফরম
টি.আর. ফরম নং ১৫ (সংস্থাপন কর্মচারীগণের বেতন বিল) নতুন ফরম
টি.আর. ফরম নং ১৯ ভ্রমণ ব্যয় বিল ( নন গেজেটেড কর্মচারী) নতুন ফরম
নতুন/পুরাতন অর্থনৈতিক কোড এর তুলনামূলক চিত্র
www.govideotube.com ওয়েব সাইটের যেকোন ভিডিও কিংবা পোস্ট যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই govideotube ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং govideotube ফেসবুক পেজটি লাইক দিবেন। যেকোন মতামতের জন্য কমেন্টস করুন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।