আমরা সবাই ফল খেতে ভালোভাসি। আর এই প্রিয় ফলগুলি বাজার থেকে সংগ্রহ করি। আপনি চাইলেই আপনার বাসার সামনের জায়গায় কিংবা বাসার ছাদে টবে বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশী ফলের গাছ লাগাতে পারেন। আমি আমার বাসায় বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছি। এই ভিডিওতে আমি বেশ কয়েকটি দেশি এবং বিদেশী ফল লাগানোর বিষয়ে বলেছি।
আমি চেষ্টা করছি দেশি এবং বিদেশী ফলের একটি মডেল ফলের বাগান করতে। আমি পাশাপাশি চেষ্টা করছি অন্যান্য যারা আছেন ফলের বাগান করতে আগ্রহী তাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার করতে যাতে করে তাঁরা আমার দেখাদেখি অনুপ্রাণিত হোন। আমার বাগানে বেশ কিছু দেশি বিদেশী ফলের গাছ আছে। আবার নতুন করে কয়েকটি বিদেশী গাছ লাগালাম সেই বিষয়গুলি নিয়ে এই ভিডিও। নতুন করে যে বিদেশী ফলের গাছ লাগালাম সেগুলো হলো-
পার্সিমন Persimmon
কিউই Kiwi
চেরি Cherry
লঙ্গান Longan স্ট্র
বেরি পেয়ারা Strawberry Guava