বিদেশী ফল আঙ্গুর। আমরা কম বেশী সবাই আঙ্গুর ফল খেতে ভালোবাসি। আমরা অনেকেই আছি যারা মনে করি আমার বাসায় যদি একটি আঙ্গুর গাছ থাকতো তাহলে কতই না ভালো হতো। তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি অনেকের উপকারে আসবে ইনশাআল্লাহ। আঙ্গুর বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখানো হয়েছে। এই পদ্ধতি অনুসরণ করে আপনারা যে কেউ খুব সহজেই আঙ্গুর বীজ থেকে ঘরে বসেই আঙ্গুর চারা তৈরি করতে পারেন।
আঙ্গুর এর চারা কোথায় পাবেন:
বাংলাদেশের সকল হর্টিকালচার সেন্টার গুলোতে এই ফলের চারা পাবেন। আবার দেশের সকল জেলা শহরের একটু বড় নার্সারীগুলোতে চারা পাবেন। সবচেয়ে ভালো চারা পাওয়ার মাধ্যম হচ্ছে প্রতি বছর বর্ষাকালে সারা দেশে জেলা এবং উপজেলায় বৃক্ষমেলা অনুষ্ঠিত হয় তখন পছন্দমত চারা সংগ্রহ করতে পারেন। অথবা চাইলে বাজার থেকে নিজের ইচ্ছেমত আংগুর কিনে সেই বীজ থেকেও চারা তৈরী করে গাছ লাগাতে পারেন।
আঙ্গুর গাছের পরিচর্যা:
এই গাছের পরিচর্যা অন্যান্য ফল গাছের মতই তবে প্রতি বছর শীতকালে এই গাছের pruning করতে হয় অর্থাৎ ডালগুলো ছেঁটে দিতে হয়। pruning করার ফলে গাছে প্রচুর পরিমান ফল আসে। তাছাড়া নিয়মিত সার প্রয়োগ করতে হয়। যারা শহরে থাকেন এবং ছাদে এই গাছ লাগাবেন তাঁরা ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার দিবেন। বাজারে এই কেঁচো সার কিনতে পাওয়া যায়।
আঙ্গুর ফলের পুষ্টিগুন:
১। এই ফল খেলে কিডনি ভালো থাকে।
২। এই ফল নিয়মিত খেলে চুল পড়া অনেকগুনে কমে যায়
৩। ত্বকের সৈন্দর্য উজ্জল রাখে
৪। নিয়মিত খেলে চোখ ভালো থাকে
৫। এই ফলে প্রচুর পরিমান ভিটামিন সি থাকে তাই শরীরের জন্য খুবই ভালো
৬। শরীরের হাড় শক্ত ও মজবুত করতে সাহায্য করে
৭। শরীরের রক্ত সঞ্চালনে বিশেষ ভূমিকা রাখে
৮। অ্যাজমা রোগীদের জন্য এই ফল অনেক উপকার করে
৯। এই ফল নিয়মিত খেলে শরীরের রোগ প্রতরোধ ক্ষমতা বাড়ে
…………………………………………………………………………………………………………..
Subscribe: https://bit.ly/2PWeiQR
Facebook: https://www.facebook.com/govideotube/
Website: http://govideotube.com/
…………………………………………………………………………………………………………..